একুশে বইমেলায় নীলা কবীরের ‘কথা বলা লাউ’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছে নীলা কবীরের শিশুতোষ গল্পের বই ‘কথা বলা লাউ।’ এতে নৈতিক শিক্ষামূলক তিনটি গল্প রয়েছে। সেগুলো হলো কথা বলা লাউ, কুৎসিত ময়ূর ও শেয়ালের বন্ধু বক।

বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে বাংলানামার ২১৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এটির মুদ্রিত দাম ২০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ।

এটি নীলা কবীরের দ্বিতীয় বই। তার প্রথম উপন্যাস ছিল ‘এই মেঘ, এই রোদ্র।’এটিও পাঠকমহলে সাড়া ফেলেছিল।

নিজের নতুন বই সম্পর্কে নীলা কবীর সাম্প্রতিক দেশকালকে বলেন, ‘কথা বলা লাউ’ বইয়ের গল্পগুলো নৈতিক শিক্ষামূলক। এই গল্প পাঠের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে নৈতিক শিক্ষার বিস্তার ঘটবে বলে আমি আশা করি। বইটি শিশুদের মনের খোরাক জোগাবে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //