আইএমএফের প্রেসক্রিপশনে বাজেট করিনি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমরা আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী বাজেট পেশ করিনি। তাদের পরামর্শের যেটুকু গ্রহণ করা যায় সেটুকু আমরা গ্রহণ করব। সেখানে আমাদের কোনো আপত্তি নেই।’

আজ শুক্রবার (২ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। এসময় অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফ শুধু অর্থ দিয়ে সাহায্য করে না, তারা অর্থনৈতিক বিভিন্ন সংস্কারেও সহায়তা করে। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা এখন পৃথিবীতে সবাই একে অপরের সঙ্গে সম্পৃক্ত। কেউ আলাদাভাবে বসবাস করার কোনো সুযোগ নেই। আমদানি-রপ্তানিতে পারস্পরিক সহায়তা লাগবেই।’

এখন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘অন্য দেশ থেকে বলে দেওয়া হচ্ছে কোন দেশ থেকে কোন জিনিস পাওয়া যাবে। সেখানে আমাদের সাবলীলভাবে সবকিছু নিজেদের মতো করে পরিচালনা করা সম্ভব নয়। মাঝেমধ্যে এ ধরনের অবস্থার সৃষ্টি হলে সেটারও একটা সমাধান খুঁজে বের করতে হচ্ছে।’

সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //