এডিবির পূর্বাভাস

এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ৮ শতাংশ, মূল্যস্ফীতি ৫.৮ শতাংশ

বাংলাদেশে ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ এবং মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ৮ শতাংশে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আবাসিক মিশন কার্যালয়ে এদিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৯’-এর হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে এডিবি। সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন এডিবির অর্থনীতিবিদ সন চ্যাং হং। ওই সময় এডিবি ঢাকা অফিসের প্রধান মনমোহন প্রকাশ উপস্থিত ছিলেন। প্রতিবেদনটি চার মাস পর পর প্রকাশ করা হয়ে থাকে।

পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির মধ্যে সেবা খাতে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ। কৃষি খাতের অবদান থাকবে ৩ দশমিক ৮ শতাংশ। এছাড়া শিল্প খাতে প্রবৃদ্ধি হবে ১২ দশমিক ৫ শতাংশ।

এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী রয়েছে। এ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ২ শতাংশ। গত এপ্রিলে এশিয়ান ডেভেলপমেন্ট আউট লুকের প্রতিবেদনে বলা হয়েছিল ৭ দশমিক ৩ শতাংশ। তবে দেশটির অর্জিত প্রবৃদ্ধি এর এক শতাংশ কম। এছাড়া পাকিস্তানের প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৪ শতাংশ, যা ওই প্রতিবেদনে বলা হয়েছিল ৩ দশমিক ৬ শতাংশ। আর বাংলাদেশের মূল প্রতিবেদনের পূর্বাভাসে বলা হয়েছিল এ বছর প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ। নতুন প্রতিবেদনেও তেমনই আভাস দেওয়া হয়েছে।

এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ও বাণিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশের রপ্তানি বাড়বে। তবে উচ্চতর প্রবাসী আয়ের কারণে বাড়বে ভোগব্যয়। একই সঙ্গে সহজ মুদ্রানীতির কারণে বেসরকারি খাতে ঋণপ্রবাহও বাড়বে। ব্যবসায় পরিবেশ উন্নত করতে চলমান সংস্কার এবং অবকাঠামো খাতে বিনিয়োগের সুবাদেও বাড়বে প্রবৃদ্ধি। একই সময়ে গ্যাসের দাম বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন ও ভ্যাটের আওতা বাড়ার কারণে পণ্য ও সেবার দাম বাড়বে বলে মনে করে এডিবি। ফলে ২০১৯-২০ অর্থবছরের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হতে পারে ৫ দশমিক ৮ শতাংশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //