পঞ্চম মেয়াদে বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান

টানা পঞ্চম মেয়াদে তৈরি পোশাক (নিট) রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ পরিচালনা পর্ষদের ২০১৯-২১ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য (এমপি) এ কে এম সেলিম ওসমান।

আজ বৃহস্পতিবার বিকেএমইএ প্রধান কার্যালয়ে তাঁর নাম ঘোষণা করা হয়। ২০১০ সালের ২১ জুলাই সেলিম ওসমান প্রথম মেয়াদে বিকেএমইএ সভাপতি নির্বাচিত হন।

২৭ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে এম এ হাতেম প্রথম সহসভাপতি, অমল পোদ্দার দ্বিতীয় সহসভাপতি, গাওহার সিরাজ জামিল তৃতীয় সহ-সভাপতি ও মোরশেদ সারোয়ার সোহেল সহসভাপতি (অর্থ) নির্বাচিত হয়েছেন। এছাড়া এই পর্ষদে রয়েছেন ২২ জন পরিচালক।

এর আগে গত ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নিট শিল্প মালিকরা ২৭টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। ২৭টি সদস্য পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র জমা পড়ে। এ কারণে আগামী ২৬ অক্টোবর ভোট গ্রহণের কথা থাকলেও বাণিজ্য সংগঠন বিধিমালার বিধি ১৭ অনুযায়ী তার প্রয়োজন পড়ছে না।

নারায়ণগঞ্জে বিকেএমইএ প্রধান কার্যালয়ে সভাপতির দায়িত্ব গ্রহণকালে সেলিম ওসমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন বাজার সম্প্রসারণ আবশ্যিক বলে মন্তব্য করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //