বাংলাদেশ ৫০ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে

আগামী তিন বছরের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশকে প্রায় ৫০ হাজার কোটি টাকা (৫৯০ কোটি ডলার) ঋণ সহায়তা দেবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এডিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০২১-২৩ মেয়াদে কান্ট্রি অপারেশনস বিজনেস প্ল্যানের আওতায় এই অর্থ দেয়ার পাশাপাশি যদি অর্থ সংস্থান করা সম্ভব হয়, তবে বাংলাদেশ আরো প্রায় ৪৫ হাজার কোটি টাকা (৫২০ কোটি ডলার) স্ট্যান্ডবাই প্রকল্প সহায়তা পাবে।

এডিবির অর্থায়নে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো হচ্ছে: স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রোগ্রাম, জলবায়ু এবং দুর্যোগ ঝুঁকি প্রকল্প, কৃষি উৎপাদন উন্নয়ন প্রকল্প, কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধি প্রকল্প, স্টার্টআপ ভেঞ্জার ক্যাপিটাল ফান্ড, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন প্রোগ্রাম, কয়েকটি শিক্ষা প্রকল্প, কয়েকটি জ্বালানি প্রকল্প, ঢাকা-সিলেট রোড প্রকল্প, চট্টগ্রাম পানি সরবরাহ প্রকল্প, সাসেক আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্প, কয়েকটি রেল প্রকল্প, ধীরাশরাম ইনল্যান্ড কনটেইনার ডিপো প্রকল্প এবং রোড সেফটি প্রকল্প।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহান পরকাশ বলেন, কেভিড-১৯ মহামারির জন্য বাংলাদেশের সহযোগিতা বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্য সামাজিক সুরক্ষা, দ্রুত অর্থনীতি পুনরুদ্ধার ও ইনক্লুসিভ প্রবৃদ্ধির জন্য এই সহায়তা দেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //