আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে স্বর্ণের দাম বেশ ওঠানামা করেছে। গেল জুলাইতে এ যাবতকালের দাম বৃদ্ধির রেকর্ড করে ধাতুটি। তবে গত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী রয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ হাত বদল হয় ১৯৪০.৪৩ ডলারে। যা ৯ সেপ্টেম্বর প্রতি আউন্স স্বর্ণের সর্বশেষ দাম ছিলো ১৯৪৬.৫৬ ডলার। ১০ সেপ্টেম্বর ১৯৪৫.২৩ ডলারে হয় স্বর্ণের লেনদেন। ১১ সেপ্টেম্বরে ছিলো ১৯৪১.৫০ ডলারে। ১২ সেপ্টেম্বর প্রতি আউন্স স্বর্ণের দাম নামে ১৯৩৯.৩৬ ডলারে।

তবে বাংলাদেশে স্বর্ণের দাম এখনো কমেনি। বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য মতে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগছে ৭৪ হাজার ৮ টাকা।

বাংলাদেশে দাম না কমলেও পাশের দেশ ভারতে কমেছে স্বর্ণের দাম। দেশটির গণমাধ্যম ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (WBBMJA) তথ্য অনুযায়ী বলছে, প্রতি ১০ গ্রাম খাঁটি স্বর্ণের (২৪ ক্যারেট) বাজার মূল্য ৫১ হাজার ৯৩০ রুপি। আর হলমার্ক গয়নার স্বর্ণের (২২ ক্যারেট) প্রতি ১০ গ্রামের দাম ৫০ হাজার ১০ রুপি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //