ডিএসই এমডির পদত্যাগ

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক পদত্যাগ করেছেন।

বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই জানিয়েছে, ‘ব্যক্তিগত’ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

গত ৮ অক্টোবর সানাউল হক ডিএসইর চেয়ারম্যানের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। বুধবার পরিচালনা পর্ষদের সভায় তা গৃহীত হয়। তবে নিয়ম অনুযায়ী আরো তিন মাস সানাউল দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০২১ সালের ৮ জানুয়ারি তিনি পরবর্তী এমডির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।  

সানাউল চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ডিএসইর এমডি পদে যোগ দিয়েছিলেন। তাকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছিল। এর আগে তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //