করোনা সুরক্ষাসামগ্রী আমদানির শুল্কমুক্ত সুবিধার সময় বাড়লো

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে মাস্ক, কিটসহ অন্যান্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) আমদানিতে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ আরো ছয়মাস বাড়ানো হয়েছে। 

নতুন সময়সীমা অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এসব পণ্য বিনাশুল্কে আনা যাবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত রবিবার (১০ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব মোকাবিলায় এসব পণ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধার সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নিয়ে তৃতীয় দফায় সময় বাড়ালো সরকার। শুল্কমুক্ত সুরক্ষাসামগ্রী আমদানির সর্বশেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে শুল্কমুক্ত সুবিধা পেতে হলে আমদানিকারককে অবশ্যই সরকারি নিবন্ধনভুক্ত (আইআরসি) ওষুধ কোম্পানি, মেডিকেল সরঞ্জাম উৎপাদক ও পোশাক উৎপাদানকারী প্রতি হতে হবে।

করোনা মহামারির শুরুর প্রথম দিকে গত বছরের এপ্রিলে সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর,অগ্রিম আয়করসহ যাবতীয় শুল্ক-কর মওকুফ করেছিল সরকার। 

প্রথম দফায় যে সুবিধা দেয়া হয়েছিল তার মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ সেপ্টেম্বর। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে এ পর্যন্ত তিন দফা সময় বাড়নো হলো। -বাসস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //