গাজীপুরে কৃষি বিশ্ববিদ্যালয়ে এনআরবিসি ব্যাংকের যাত্রা শুরু

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বিএসএমআরএইউ) শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম।

মঙ্গলবার (২৩ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপশাখার উদ্বোধন করেন বিএসএমআরএইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন  মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

অনুষ্ঠানে বিএসএমআরএইউর ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. তোফাজ্জল  ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আরিফুর রহমান খান, রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতি এস এম পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিখাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। ইতোমধ্যে ব্যাংক গতানুগতিক শাখা ব্যাংকিংয়ের পরিবর্তে প্রযুক্তিভিত্তিক উপশাখা ব্যাংকিংয়ে গুরুত্ব দিয়েছে। এনআরবিসি ব্যাংক তার সব কার্যক্রমে অনলাইনভিত্তিক ব্যাংকিংয়ে জোর দিয়েছে। এতে সুশাসন ও স্বচ্ছতা বাড়বে বলে জানান তিনি। 

অনুষ্ঠানে ব্যাংকের সাপোর্ট সার্ভিসেস ও ব্রাঞ্চেস বিভাগের প্রধান মেজর (অব.) পারভেজ হোসেন, ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল  ইসলাম, বিএসএমআরএইউ উপশাখার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, গ্রাহক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //