দ্বিতীয় প্রান্তিকে বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৬৮.৫০ শতাংশ

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ২ লাখ ৩৫ হাজার ৬৩৮ মিলিয়ন টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। এর বিপরীতে মোট ৩৬৫টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। 

অন্যদিকে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২১৬টি প্রতিষ্ঠান নিবন্ধন নেয়, যার বিপরীতে বিনিয়োগ প্রস্তাব ছিল ১ লাখ ৩৯ হাজার ৮৪৪ মিলিয়ন টাকা।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা যায়, প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে শিল্প প্রতিষ্ঠান নিবন্ধনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৪৯টি ও বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৬৮ দশমিক ৫০ শতাংশ। 

বিডা সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, দ্বিতীয় প্রান্তিক বা অক্টোবর-ডিসেম্বর সময়ে নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের মধ্যে স্থানীয় বা দেশীয় ৩৩৩টি শিল্প ইউনিটের বিনিয়োগ প্রস্তাব ছিল ১ লাখ ৭৫ হাজার ১৩৭ মিলিয়ন টাকা, যা প্রথম প্রান্তিকের স্থানীয় বিনিয়োগ প্রস্তাবের তুলনায় ৩৭ দশমিক ৯১ শতাংশ বেশি। প্রথম প্রান্তিকে ১৯৬টি শিল্প ইউনিটের বিনিয়োগ প্রস্তাব ছিল ১ লাখ ২৬ হাজার ৯৯১ মিলিয়ন টাকা।

অন্যদিকে প্রথম প্রান্তিকে ১১টি সম্পূর্ণ বিদেমি ও ২১টি যৌথ বিনিয়োগের জন্য মোট ৩২টি নিবন্ধিত শিল্প ইউনিটে বিনিয়োগ প্রস্তাব ছিল ৬০ হাজার ৫০১ মিলিয়ন টাকা। যা প্রথম প্রান্তিকের বিনিয়োগ প্রস্তাবের তুলনায় ৩৭ শতাংশ বেশি। -বাসস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //