বাজেটে বিজিএমইএ’র প্রস্তাবের প্রতিফলন হয়নি: ফারুক হাসান

তৈরি পোশাক খাতের জন্য বেশ কিছু প্রস্তাব থাকলেও প্রস্তাবিত বাজেটে তার প্রতিফলন হয়নি বলে জানিয়েছেন এ খাতের উদ্যোক্তাদেন সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

শনিবার (৫ জুন) রাজধানীর উত্তরায় বিজএমইএ কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রস্তাবিত বাজেট নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ।

গত বৃহস্পতিবার সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

তবে পোশাক খাতের বিদ্যমান উৎসে কর, নগদ সহায়তা ও করপোরেট করহারে কোনো পরিবর্তন না হলেও এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, ‘বাজেট পাশ হওয়ার আগে এসব বিষয় নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা করব।’

বিনিয়োগে আস্থার পরিবেশ রাখতে পোশাক রফতানি উৎসে কর আগামী পাঁচ বছরের জন্য অব্যাহত রাখার পাশাপাশি নন কটন ফ্যাব্রিক বা ম্যান মেড ফাইবারের পেশাক রফতানিতে ১০ শতাংশ প্রণোদনা দেওয়ার দাবি জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //