২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

দেশের সামাজিক অবস্থার উন্নয়নে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ২ হাজার ১২৫ কোটি টাকা।

মঙ্গলবার (২২ জুন) এডিবির সঙ্গে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে সই করেন সংস্থাটির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

এডিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘করোনার মধ্যে বাংলাদেশ সরকার শক্তিশালী সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল। করোনা মহামারি সত্ত্বেও ২০২০ অর্থবছরে বাংলাদেশ প্রশংসনীয়ভাবে ৫.২ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জন করেছে।’

তিনি বলেন, ‘করোনা মহামারি থেকে উত্তরণ ও দরিদ্রদের সহায়তায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। টেকসই উন্নয়নে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আমরা সহযোগিতা করবে।’

সামাজিক কর্মসূচির আওতায় দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও বৃদ্ধদের মতো সমাজের পিছিয়ে থাকাদের বিভিন্ন ভাতার মাধ্যমে সহযোগিতা করে থাকে সরকার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //