এনওসি ছাড়া ভারত থেকে ফেরা যাবে প্রতিদিন

এখন থেকে সপ্তাহে ৭ দিনই পাসপোর্টধারী যাত্রীরা ভারত থেকে বাংলাদেশে ফিরতে পারবেন। এজন্য লাগবে না কোনো নো-অবজেশন সার্টিফিকেট (এনওসি)। এমনই একটি আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেনাপোল ইমিগ্রেশনে এসেছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।

ওসি আহসান হাবিব বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আদেশ আমার দফতরে এসেছে। আদেশে বলা হয়েছে, এখন থেকে সপ্তাহে ৭ দিনই ভারত থেকে ভারতীয় কিংবা বাংলাদেশি যাত্রী আসতে পারবেন। এ সময় তাদেরকে অবশ্যই করোনা নেগেটিভের সনদ সঙ্গে আনতে হবে। এ আদেশ কার্যকর হওয়ায় আজ বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশে যাত্রী দেশে প্রবেশ করেছেন। লাগছে না কোনো এনওসি।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, সপ্তাহে তিনদিনের পরিবর্তে এখন থেকে সাতদিনই যাত্রীরা দেশে ফিরতে পারবেন। তবে ৭২ ঘণ্টার করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক। তবে এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস থেকে কারো নো-অবজেকশন সনদ লাগবে না। যেসব যাত্রীদের শরীরে করোনার উপসর্গ বা পজিটিভ থাকবে তাদের অবশ্যই আইসোলেশনে থাকতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //