ইতালির পথে প্রথম পণ্যবাহী জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’

চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে ইতালির বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে কনটেইনার জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’। 

গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ৯৫০টি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চার নম্বর জেটি ছেড়ে যায় জাহাজটি। এটি আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে ইতালির বন্দরে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

জাহাজটি ছাড়ার আগে এনসিটিতে বাংলাদেশ-ইতালি রুটে জাহাজ চলাচল কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।

তিনি বলেন, বাংলাদেশ-ইতালি সরাসরি জাহাজ চলাচল আমাদের অর্থনীতিতে একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা। পোশাক রপ্তানির গুরুত্ব বিবেচনা করে ইতালি-চট্টগ্রাম রুটের জাহাজকে বার্থিং, কি গ্যান্ট্রি ক্রেন বরাদ্দসহ সব ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ, বন্দর সচিব মো. ওমর ফারুক, জাহাজটির স্থানীয় অ্যাজেন্ট রিলায়েন্স শিপিংয়ের চেয়ারম্যান মো. রাশেদ।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ইতালি থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৪ জেটিতে ভিড়েছিল এ রুটের প্রথম জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’। জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর ইউরোপের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়। 

ইউরোপের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়ায় রপ্তানি বাণিজ্যে সময় ও অর্থ সাশ্রয় হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //