বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, উপার্জনের পবিত্র অর্থ ব্যবসা। স্বল্প পুঁজিতে ধীরে ধীরে বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়া সম্ভব। তাই মানুষের ভাগ্যের পরিবর্তনে ব্যবসার বিকল্প নেই।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে আয়োজিত মাসব্যাপী এসএমই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশীয় পণ্য উৎপাদন ও বাজারজাত করণের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সমৃদ্ধশালী দেশ গড়তে কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী বলেন, সিরাজগঞ্জের শাড়ি লুঙ্গির দেশ-বিদেশে সুনাম রয়েছে। এখানকার পণ্যের মান উন্নয়নে সরকার তাঁতিদের মাঝে স্বল্প সুদে ঋণের ব্যবস্থাসহ নানামুখী ভর্তুকি দিয়ে আসছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু ইউসুফ সূর্য, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিরাজগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলী হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।
মেলায় হস্ত ও কুটিরশিল্পের বিভিন্ন পণ্য সামগ্রী যেমন- পাট ও পাটজাত পণ্য, পাটের তৈরি জুতা, পরিবেশবান্ধব চুলা, বিকল্প জ্বালানি, ঘরের অভ্যন্তরীণ সাজ সজ্জা সামগ্রী, পরিবেশবান্ধব ইট, নার্সারি পণ্য, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশিয় পণ্যের ১০০টি স্টল স্থান পেয়েছে।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।
বিষয় : বাণিজ্যমন্ত্রী সিরাজগঞ্জ টিপু মুন্সি বাণিজ্য
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh