বাংলাদেশ উইমেন ওয়ারিয়র্স অ্যাওয়ার্ড পেলেন ডা. তাওহীদা রহমান ইরিন

রিয়েল হিরো’জ এক্সপো অ্যান্ড কমিনিউকেশনের আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মতো ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হলো পথশিশু, ট্রান্সজেন্ডার ও বিশেষ শিশুদের নিয়ে চার দিনব্যাপী ‘বাংলাদেশ উইমেন ওয়ারিয়র্স অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো’। এতে সার্বিক সহযোগিতা করেছে বিটিএল হাউজ, ঢাকা টকিজ।

শনিবার (৫ মার্চ) এই এক্সপোর উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গুণী অভিনেত্রী দিলারা জামান, তিনি এ অনুষ্ঠানে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন। 

ডা. তাওহীদা রহমান ইরিন ওয়েলনেস ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তিনিই প্রথম বাংলাদেশে ওয়েলনেস কনসাল্টেন্ট কনসেপ্টটি শুরু করেছেন। 

তিনি বলেন, ‘ওয়েলনেস কনসাল্টেন্ট কনসেপ্টটি দেশের বাহিরে বহুল প্রচলিত। আমাদের দেশে এটি শুরু করা মানে অন্যদেরকে উৎসাহিত করা যেন নতুনরা অনুপ্রাণিত হয়ে তারাও ওয়েলনেস নিয়ে কাজ করেন।’

এখানে রিজুভার পক্ষ থেকে পথশিশুদের হাতে তিনি এবং অভিনেত্রী তানজিন তিশা বই-খাতা-কলম উপহারস্বরূপ তুলে দেন। 

ডা. ইরিন আরো বলেন, ‘বই-খাতা-কলম হচ্ছে পড়ালেখার খড়ি, অনেকেই পথশিশুদেরকে স্কুল ইউনিফর্ম দিয়েছেন, অনেকে ফান্ড দিয়েছেন যেটি দিয়ে তাদের হয়তো পড়ালেখার ক্ষেত্রে কিছুটা সাহায্য হবে বা বাসস্থানের কিছুটা সাহায্য হবে। এভাবে ছোট ছোট করে সমাজের সবাই যদি এগিয়ে আসেন তাহলে তাদের এই পথচলাটা আরো সহজ হবে। পথশিশুরা আর পথে থাকবে না। রিয়েল হিরো’জ এর মাধ্যমে এটি শুরু হলো। আমরা যেন এ পদক্ষেপকে সবাই মিলে সম্পন্ন করতে পারি এবং আরো এগিয়ে নিতে পারি এটাই আমার কাম্য।’ 

ডা. ইরিনের কর্মজীবন শুরু হয়েছিল আফ্রিকার একটি অনুন্নত এলাকার এতিমখানায়। এছাড়াও উনি সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে স্পেশাল চাইল্ডদের উপর প্রশিক্ষণ নিয়েছেন। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে ভালো কিছু করার চেষ্টা করছেন তিনি যা অপার সম্ভাবনার দ্বার খুলে দিবে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক রিজুভার উপহার সামগ্রী তুলে দেন ট্রান্সজেন্ডারদের মাঝে। 

অনুষ্ঠানের আয়োজক রিয়েল হিরো’জ এক্সপো এন্ড কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা মালা খন্দকার বলেন, ‘পথশিশু, ট্রান্সজেন্ডার ও বিশেষ শিশুদেরকে নিয়ে বেশ কয়েক বছর ধরে কাজ করছি কিন্তু বড় পরিসরে কখনো করার সুযোগ হয়নি। অনেক আগে থেকেই আমার পরিকল্পনা ছিল এরকম কিছু করার। অবশেষে এ ধরনের একটি অনুষ্ঠান শুরু করতে পেরেছি এবং এটি নিয়ে আরো কাজ করতে চাই।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //