আজ থেকে কম দামে মিলবে টিসিবির পণ্য

এক কোটি নিম্নআয়ের উপকারভোগী পরিবারকে ভর্তুকি মূল্যে চারটি পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ বুধবার (২২ জুন) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। 

তবে টিসিবি এবার আগের মতো ট্রাকে করে পণ্য বিক্রি করছে না। যাদের ফ্যামিলি কার্ড রয়েছে তাদেরকে এই কার্ডর মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে পণ্য বিক্রি নিতে হচ্ছে।

গতকাল মঙ্গলবার (২১ জুন) বিকেলে টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ থেকে পণ্য বিক্রির বিষয়টি জানিয়েছিলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে। আজ বুধবার থেকে শুরু হয়ে আগামী ৫ জুলাই পর্যন্ত পণ্যবিক্রি চলবে। 

আরো বলা হয়, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে আগামী ২৬ জুন থেকে বিক্রি শুরু হবে। আর বন্যার কারণে সিলেট বিভাগের জেলাগুলোতে আপাতত এই কার্যক্রমরে বাইরে থাকবে। পরিস্থিতি বিবেচনায় বিক্রির তারিখ পরবর্তীতে জানানো হবে।

এ দফায় একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, চিনি ৫৫ টাকা এবং মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //