৩০ মাসের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায়ে

আন্তর্জাতিক বাজারে আবারো স্বর্ণের ব্যাপক দরপতন ঘটেছে। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দিনের শুরুতেও মূল্যবান ধাতুটির মূল্য আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। খবর সিএনবিসি।

প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতিতে লাগাম টানতে আবারো বড় হারে সুদ বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এ নিয়ে প্রস্তুত বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণের মূল্য হ্রাস পাচ্ছে।

এদিন স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণ প্রতি আউন্স বিক্রি হয়েছে ১ হাজার ৬৬৩ ডলার ৬৮ সেন্টে। দিনের শুরুর সূচনালগ্নে যা ৩০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে যায়। 

এর আগে গত সপ্তাহে আড়াই বছরের মধ্যে সর্বনিম্নে অবস্থান করে স্বর্ণের দাম। সবশেষ ২০২০ সালের এপ্রিলে এ দরে দামি ধাতুটি বিক্রি হতে দেখা যায়।

এসময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণেরও দরপতন হয়েছে। প্রতি আউন্স বিকিয়েছে ১ হাজার ৬৭১ ডলার ৯০ সেন্টে।

এদিন বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। সেখানে ৭৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়ানোর ঘোষণা দিতে পারেন তারা। অবশ্য কেউ বলছেন, সেটা ১০০ বেসিস পয়েন্টও হতে পারে।

করপোরেট অ্যাডভাইজরি ফার্ম এয়ারগাইডের পরিচালক মাইকেল র‌্যাঙ্গফোর্ড বলেন, ফেডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্বর্ণের বাজারে অস্থিরতা থাকবে। এরপর হয়তো একপর্যায়ে গিয়ে স্থিতিশীল হতে পারে। পরে ইতিবাচক ধারায়ও ফিরতে পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //