৮ দিন পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আটদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। তবে ছুটির আমেজ কাটিয়ে উঠতে আরো দু-এক দিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, ‘সনাতন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা টানা আট দিন দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়। এক পত্রের মাধ্যমে তারা বিষয়টি আমাদের জানিয়েছিল। এর ফলে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। শনিবার দুপুর থেকে বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //