বিক্রি কমেছে উইন্ডোজের, নিম্নগামী মাইক্রোসফটের মুনাফা

উইন্ডোজ সফটওয়্যারের বিক্রি কমে আসায় মাইক্রোসফটের মুনাফা ১৪ শতাংশ কমেছে।

মাইক্রোসফট বলছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে তাদের ১ হাজার ৭৬০ কোটি ডলার মুনাফা হয়েছে।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, তৃতীয় প্রান্তিকে মাইক্রোসফটের মোট আয় হয়েছে ৫ হাজার ১০ কোটি ডলার, গত বছরের একই প্রান্তিকের চেয়ে যা ১১ শতাংশ বেশি।

প্রতিষ্ঠানটির আয়ে প্রভাবের বিষয়ে মূলত ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রিতে ধস, বৈশ্বিক মূল্যস্ফীতি, ইউক্রেন সংকট ও কোভিড-১৯'কে দায়ী করা হয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, কোভিড-১৯ এর সময়ে অনেকেই পিসি কিনেছে। তবে নতুন জটিল অর্থনৈতিক সংকটের সময় বিক্রি কমে এসেছে। ফলে নির্মাতা প্রতিষ্ঠানের কাছে উইন্ডোজের লাইসেন্সিংয়ের মাধ্যমে বড় অংকের আয় করে মাইক্রোসফট। কিন্তু গত প্রান্তিকে এ ধরনের লাইসেন্সিং থেকে মাইক্রোসফটের আয় ১৫ শতাংশ ।

গতকাল বিনিয়োগকারীদের সঙ্গে এক কনফারেন্স কলে মাইক্রোসফটের মুখ্য আর্থিক কর্মকর্তা (সিএফও) অ্যামি হুড জানান, গত প্রান্তিকে যে নেতিবাচক ইস্যুগুলো প্রভাব ফেলেছে নিকট ভবিষ্যতে তা প্রশমনের সম্ভাবনা নেই।

ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে উইন্ডোজের আয় হ্রাস পুষিয়ে ওঠার চেষ্টা করেছে মাইক্রোসফট। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ক্লাউড পরিষেবা থেকে মাইক্রোসফটের আয় ২০ শতাংশ বেড়ে ৩ হাজার ৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //