নিয়ামতপুরে ঘাসফুলের কম্বল ও পেট্রোলিয়াম জেলি বিতরণ

নওগাঁ জেলার নিয়ামতপুর ইউনিয়নে ঘাসফুলের উদ্যোগে সংস্থার বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির অফিস প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (৯ জানুয়ারি) এ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলার নির্বাহী অফিসার মো. ফারুক সুফিয়ান। 

আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা ৫০০ জন প্রবীণ, দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল এবং সাংশৈল দারুল উলুম কারিমিয়া মাদ্রাসা, নিয়ামতপুর হযরত আলী (রা.) হাফেজিয়া মাদ্রাসা, কানন হালিমাতুস ছাদিয়া মহিলা হাফেজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ জন শিক্ষার্থীর হাতে পেট্রোলিয়াম জেলি তুলে দেন। 


বিতরণ করা ৫০০টি কম্বল অনুদান হিসেব প্রদান করে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং এগুলো সংগৃহীত হয় ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক কে. এ. এম মাজেদুর রহমানের প্রচেষ্টায়। অন্যদিকে ৬০০টি পেট্রোলিয়াম জেলি লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের মাধ্যমে অনুদান হিসেব প্রদান করেন ম্যারিকো বাংলাদেশ।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ আহম্মেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান নঈম ও সাবেক ঘাসফুল সাধারণ পরিষদ সদস্য নাজনীন রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ঘাসফুলের সহকারী পরিচালক কে. এম. জি. রাব্বানী বসুনিয়া, মো. সাইদুর রহমান খান, ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ধর্মজয় বর্মণ, এসইপি টেকনিক্যাল অফিসার এস. এম. কামরুল হাসান, শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ ও সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তারা। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার এরিয়া ম্যানেজার মো. আনোয়ার হোসেন। এসময় স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //