টানা ৬ সপ্তাহ ধরে কমছে এলএনজির দাম

টানা ৬ দিন ধরে এশিয়ার বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কমছে। এ নিয়ে টানা ৬ সপ্তাহ জ্বালানি পণ্যটির মূল্য হ্রাস পেলো। 

বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন চন্দ্রবর্ষের ছুটিতে এশিয় অঞ্চলে ব্যবসায়িক কর্মকাণ্ড দুর্বল হয়েছে। এছাড়া ইউরোপে গ্যাসের দর নিম্নমুখী আছে। ফলে জ্বালানি পণ্যটির দরপতন ঘটছে।

উত্তর পূর্ব এশিয়ায় আগামী মার্চের এলএনজির গড় সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম স্থির হয়েছে ১৯ ডলার ৫০ সেন্টে। গত সপ্তাহ থেকে যা দুই ডলার ৫০ সেন্ট বা ১১ দশমিক চার শতাংশ কম।

২০২৩ সালের শুরু থেকেই এশিয়ায় এলএনজির স্পট মূল্য কমছে। চলতি বছর এখন পর্যন্ত জ্বালানি পণ্যটির দরপতন হয়েছে ৩৪ শতাংশ।

ট্রিডেন্ট এলএনজির গ্লোবাল হেড অব ট্রেডিংয়ের টবি কপসন বলেন, এলএনজির বাজার আরো দুর্বল হয়েছে। এজন্য মূলত এশিয়া থেকে কম চাহিদা আসায় দায়ী। তবে নিম্ন মূল্য দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য সুযোগ তৈরি করেছে। যারা দরপত্র জারি করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //