বাংলাদেশ-মেক্সিকো বাণিজ্যে নতুন দ্বারের উন্মোচন

বাংলাদেশ-মেক্সিকোর দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে দেশটি বাণিজ্য সম্পর্ক আরো বাড়াতে ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের হাত বাড়িয়েছে। এতে অটোমোবাইল, ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল ও ফিনটেক খাতে বড় সম্ভাবনা দেখছে উভয় দেশ।

আজ সোমবার (৩০ জানুয়ারি) দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের নয়াদিল্লীতে অবস্থিত মেক্সিকো দূতাবাসের রাষ্ট্রদূত ফেডেরিকো সালাস লৎফে। এই সাক্ষাতের পরই দুই দেশের মধ্যে বাণিজ্য বৈচিত্র্যকরণের সম্ভাবনা সমানে এসেছে।

এদিন মেক্সিকোর রাষ্ট্রদূত বলেন, বাণিজ্য সম্প্রসারণ এবং বৈচিত্র্যকরণের মাধ্যমে বাংলাদেশ-মেক্সিকো অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়ানোর সুযোগ রয়েছে। অটোমোবাইল, ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল, ফিনটেক প্রভৃতি খাতে বড় সম্ভাবনা দেখছে মেক্সিকো।

তিনি বলেন, বৈশ্বিক অটোমোবাইল বাজারের অন্যতম যোগানদাতা মেক্সিকো। অটোমোবাইল শিল্পে মেক্সিকোর অভিজ্ঞতা এবং প্রযুক্তি বাংলাদেশের সঙ্গে বিনিময়ে আগ্রহী আমরা। আশাকরি এটি হবে একটি ভালো উদ্যোগ।

এসময় বাংলাদেশি উদ্যোক্তাদেরও মেক্সিকোতে ব্যবসা স্থাপনের আহ্বান জানান ফেডেরিকো সালাস লৎফে।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে মেক্সিকোর ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করবে তার সংগঠন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //