৩৯ দেশে রপ্তানি হচ্ছে ব্লু ড্রিমের পোশাক

আধুনিক পোশাকের ব্র্যান্ড ব্লু ড্রিম। শুধু বাংলাদেশ নয় বরং বিশ্বের ৩৯টি দেশে রপ্তানি হচ্ছে ব্লু ড্রিমের পোশাক। 

কোম্পানির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নীল চৌধুরী সোহাগ বলেন, ব্লু ড্রিম গ্রুপ ছয়টি কোম্পানি নিয়ে গঠিত। পোশাক, লেদার, ফেব্রিক, ইন্টেরিয়র ডিজাইন , ডেভলপারসহ বেশকিছু ব্যবসা আছে। বাংলাদেশে সবচেয়ে বেশি আউটলেট নিয়ে ব্লু ড্রিম পরিচালনা করছি। আমাদের এখন মোট অউটলেট সংখ্যা ৭৫৩। 

তিনি আরো বলেন, ২০১০ সালে মিরপুরের শোরুম দিয়ে যাত্রা শুরু করি। এখন দেশের প্রায় সব জেলায় আছে ব্লু ড্রিমের শোরুম। পাশাপাশি বিশ্বের ৩৯টি দেশে রপ্তানি হচ্ছে ব্লু ড্রিমের পোশাক। নিজেদের গার্মেন্টসে ৩৮ ধরনের পোশাক তৈরি করি আমরা।

নতুন বছরে উদ্বোধন হতে যাচ্ছে ব্লু ড্রিমের বেশকিছু শোরুম। এরইমধ্যে বি-বাড়িয়া, ফেনী জেলাতে ব্লু ড্রিমের কয়েকটি শোরুম উদ্বোধন করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //