বিশ্বব্যাংকের মাসিক প্রতিবেদন

জানুয়ারিতে বিশ্বব্যাপী জ্বালানির দাম ৮.৯ শতাংশ কমেছে

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে বিশ্বব্যাপী জ্বালানির দাম কমেছে ৮ দশমিক ৯ শতাংশ। সম্প্রতি পণ্যের দামের গতিবিধি নিরীক্ষা সংক্রান্ত বিশ্বব্যাংকের মাসিক প্রতিবেদন পিঙ্ক শিটে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বছরের প্রথম মাসে বিশ্বব্যাপী জ্বালানির দাম ৮ দশমিক ৯ শতাংশ কমেছে। যার মধ্যে ইউরোপের প্রাকৃতিক গ্যাসের দাম সর্বোচ্চ ৪৪ শতাংশ ও কয়লার দাম ১৬ দশমিক ১ শতাংশ কমেছে।

তবে, এ সময়ে বিশ্বব্যাপী জ্বালানি বহির্ভূত পণ্যের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ধাতুর দাম।

অন্যদিকে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে কৃষিপণ্য শূন্য দশমিক ৫ শতাংশ, খাদ্যপণ্য শূন্য দশমিক ৪ শতাংশ এবং কাঁচামালের দাম বেড়েছে ১ শতাংশ। 

তবে, সারের দাম কমেছে ৬ দশমিক ২ শতাংশ। এর মধ্যে ইউরিয়া ১৪ দশমিক ৬ শতাংশ এবং টিএসপি সারের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ।

এদিকে টিনের দাম ১৬ দশমিক ৫ শতাংশ, লৌহ আকরিক ৯ দশমিক ৩ শতাংশ এবং তামার দাম ৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

অন্যদিকে স্বর্ণসহ মূল্যবান ধাতুর দাম ৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //