জনপ্রিয় হচ্ছে অনলাইন ব্যাংকিং

দেশে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে ব্যাংকিং কার্যক্রম। ব্যাংকে গিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে লেনদেনের বিড়ম্বনা কাটাতেই অনলাইন ব্যাংকিংয়ে মানুষ ঝুঁকছে বলে মত বিশেষজ্ঞদের। এক বছরের ব্যবধানে অনলাইনে লেনদেন ৭ হাজার কোটি টাকা বেড়েছে। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।  কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বরে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ২৭ হাজার ৫৫৮ কোটি টাকা। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে লেনদেন হয়েছিলো ২০ হাজার ৫৫৮ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ৭ হাজার কোটি টাকা।

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪৮ কোটি টাকা। ডিসেম্বর মাসে লেনদেন হয়েছে ২৭ হাজার ৫৫৮ কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বরে লেনদেনের পরিমাণ ছিল ২০ হাজার ৫৫৮ কোটি টাকা। তার আগের বছর ২০২০ সালের ডিসেম্বরে লেনদেন হয়েছিল ৮ হাজার ৯২ কোটি টাকা।

অনলাইন ব্যাংকিংয়ে গ্রাহকরা আর্থিক লেনদেন ও বিল পেমেন্টসহ নানা ধরনের পরিষেবা সহজেই পান। স্ট্যান্ডার্ড চার্টার্ড ২ দশক আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যাংকিং চালু করে। তখন থেকেই দ্রুত গতিতে এটি দেশব্যাপী বহুল প্রচলিত হতে শুরু করে।

এদিকে করোনার সময়ে অনলাইন ব্যাংকিংয়ের ব্যবহার বিপুল পরিমাণে বেড়েছিল। কারণ এর মাধ্যমে বাইরে যাওয়ার ঝুঁকি এড়িয়ে গ্রাহকরা ঘরে বসে সহজেই কাজ সারতে পারেন। গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেই আর্থিক লেনদেন করতে আগ্রহী হওয়ায় গত বছরের ডিসেম্বর শেষে গ্রাহক সংখ্যা বেড়ে ৬২ লাখ ৫২ হাজারে দাঁড়িয়েছে। এর আগের বছর ২০২১ সালের ডিসেম্বরে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা গ্রাহকের সংখ্যা ছিল ৪৪ লাখ ৩৯ হাজার।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //