চিনির আমদানি শুল্ক প্রত্যাহার

স্থানীয় চাহিদা মেটাতে এবং রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে সরকার চিনি আমদানির ওপর নিয়ন্ত্রকমূলক শুল্ক ৫ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশ করেছে।

আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত গেজেট জারি করেছে। হ্রাসকৃত শুল্ক সুবিধা অবিলম্বে কার্যকর হবে এবং ৩০ মে পর্যন্ত বলবৎ থাকবে।

একইসঙ্গে সরকার অপরিশোধিত চিনি আমদানির ওপর থেকে টনপ্রতি ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনির ওপর থেকে টনপ্রতি ৬ হাজার টাকা স্পেসিফিক ডিউটি (ডিউটি) প্রত্যাহার করেছে।

স্থানীয় বাজারে চিনির দাম কমানোর জন্য বাণিজ্য মন্ত্রণাল প্রস্তাব দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশের বার্ষিক চিনির চাহিদা ১৮-২০ লাখ টন, আর দেশে স্থানীয়ভাবে উৎপাদন করা হয় মাত্র ৩০ হাজার টন চিনি।

দেশে প্রতি মাসে চিনির চাহিদা দেড় লাখ টন, যা রমজানে দ্বিগুণ হয়ে যায়। ২০২২ সালের জুলাই-ডিসেম্বর সময়কালে চিনি আমদানি ২০২১ সালের একই সময়ের তুলনায় প্রায় ২.০৮ টন কমেছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //