দেড় বছরে গমের দাম সর্বনিম্ন

অবশেষে আন্তর্জাতিক বাজারে গমের দাম আরও নিম্নমুখী হয়েছে। খাদ্যপণ্যটির সরবরাহ মূল্য গতকাল বুধবার (৮ মার্চ) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) আরেক দফা কমেছে। গত দেড় বছরের মধ্যে এটি সর্বনিম্ন। 

বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

কৃষ্ণসাগর বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি চুক্তি পুনঃনবায়নের সম্ভাবনা জেগেছে। এতে বিশ্ববাজারে সরবরাহ সংকট কাটতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে গমের দর হ্রাস পেয়েছে।  

সিঙ্গাপুর-ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য চুক্তির মেয়াদ বাড়তে যাচ্ছে। ইতোমধ্যে রাশিয়া ও ইউক্রেন থেকে গমের সরবরাহ বেড়েছে। এতে খাদ্যপণ্যটির দরপতন ঘটেছে।

সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক চার শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ছয় ডলার ৯৫ সেন্টে। ২০২১ সালের সেপ্টেম্বরের পর যা সবচেয়ে কম।

চলতি মাসের মাঝামাঝিতে রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য চুক্তির মেয়াদ শেষ হবে। এরপরই চুক্তিটি পুনর্নবায়ন হবে। এরই মধ্যে গমের রপ্তানি প্রতিযোগিতা বেড়েছে। তাতে চাপে পড়েছে বাজার।

এবার রাশিয়া-ইউক্রেনে গমের ভালো উৎপাদন হয়েছে। যুক্তরাষ্ট্রেও বাম্পার ফলন হয়েছে। ফলে দাম কমছেই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //