বাংলাদেশকে ২৩৮৬ কোটি টাকা বাজেট সহায়তা দেবে জাপান

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশকে ৩০ বিলিয়ন ইয়েন ( ২৩৮৬ কোটি টাকা) বাজেট সহায়তা দেবে জাপান। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনেকগুলো সিদ্ধান্ত হওয়ার পাশাপাশি এ আশ্বাসও দিয়েছে দেশটি।

বুধবার (২৬ এপ্রিল) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে, ঢাকা ও টোকিওর মধ্যে ৮টি চুক্তি ও সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষরিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের সফরে জাপানের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশ। আমরা খুব ভাগ্যবান তাদের সুন্দর আবহাওয়ায় আসতে পেরেছি। এবার জাপান প্রধানমন্ত্রীকে অনেক সম্মান দিয়েছে।

তিনি আরো বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে উভয় পক্ষ রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই) এবং বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি) অর্থনৈতিক অংশীদারত্ব নিয়ে আলোচনা করে। এছাড়া বৈঠকে ঢাকা-টোকিও’র পাশাপাশি চলতি বছরই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //