আজ রবিবার (১৫ অক্টোবর) থেকে টিসিবির এক কোটি কার্ডধারী গ্রাহকরা এক হাজার টাকার নিত্যপণ্য ৬১০ টাকায় কিনতে পারবেন। অক্টোবর মাসের জন্য ভর্তুকি দামে দেশব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, রবিবার থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষ ভর্তুকি দামে চাল, ডাল ও তেল কিনতে পারবেন। আর ঢাকা মহানগরীতে ক্রেতারা এসব পণ্যের সঙ্গে পেঁয়াজ ও চিনি কিনতে পারবেন।
জনপ্রতি ২ লিটার সয়াবিন তেল ২০০ টাকা, ২ কেজি মসুর ডাল ১২০ টাকা, ৫ কেজি চাল ১৫০ টাকা, এক কেজি চিনি ৭০ টাকা এবং দুই কেজি পেঁয়াজ ৭০ টাকাসহ মোট ৬১০ টাকার প্যাকেজ দামে পাঁচটি পণ্য কেনার সুযোগ পাবেন।
বাজারে প্রতি লিটার সয়াবিন তেল (বোতলজাত) ১৬৮-১৭০ টাকা, মোটা চাল ৪৮-৫০ টাকা, ডাল ১০৫-১১০ টাকা, চিনি ১৩০-১৩৫ টাকা, পেঁয়াজ ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে বাজারে প্রতি প্যাকেজ পণ্য প্রায় ১ হাজার টাকায় কিনতে হবে, টিসিবির ভর্তুকি দামে সেটি কেনা যাবে ৬১০ টাকায়।
টিসিবির পক্ষ থেকে বলা হয়, ডিলারদের দোকান বা নির্ধারিত স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে চিনি প্রাপ্যতা সাপেক্ষে এবং পেঁয়াজ শুধু রাজধানীর কার্ডধারীরা কিনতে পারবেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh