ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের জ্বালানি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি যেভাবে এগোচ্ছে এটি জ্বালানি নিয়ে চিন্তার বিষয়-তবে ঘাবড়ানোর কিছু নেই।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমাদের অধিকাংশ তেল আসে মধ্যপ্রাচ্য থেকে। গ্যাসেরও একটা বড় জায়গা কাতার ও ওমান। আমরা সেখানকার অবস্থাটা পর্যবেক্ষণ করছি। আমাদের সিচুয়েশন খারাপের দিকে গেছে-এখনই বলছি না। এটা নিয়ে ঘাবড়ে যাওয়ারও কিছু নেই।
নসরুল হামিদ বলেন, মধ্যপ্রাচ্যে কোনো ঝামেলা হলে এর প্রভাব সারা বিশ্বেই পড়ে। আমাদের জ্বালানি খাতেও পড়ে। দামের একটা বড় পরিবর্তন দেখা যায়।
তিনি বলেন, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে, এটা সামনে কোন দিকে যাবে বলা যাচ্ছে না। এর ফলে সব কিছুই এফেক্টেড (ক্ষতিগ্রস্ত) হবে। এটা অস্বীকার করার কিছু নেই। সারা বিশ্বই এটা নিয়ে চিন্তিত।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh