ইসরায়েলে নেসলের কার্যক্রম স্থগিত

গাজায় সংঘাত শুরু হওয়ার পর নেসলে ইসরায়েলে তাদের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে। নেসলে জানিয়েছে, সাময়িকভাবে ইসরায়েলে আমারা আমাদের উৎপাদনসহ সব কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। 

এদিকে নেসলে ছাড়াও বেশ কিছু বহুজাতিক কোম্পানি ইসরায়েলে তাদের কার্যক্রম স্থগিত করেছে। একইসঙ্গে তাদের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে হোম অফিস করতেও নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানগুলো। 

নেসলের প্রধান মার্ক স্নাইডার বলেন, আমাদের মূল ভবনার বিষয় আমাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টি। আর তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছি আমরা। 

তবে বহুজাতিক কোম্পানিগুলো এই সংঘাতের বিষয়ে কোনও মন্তব্য করেনি। তার মধ্যে তেল কোম্পানি, পণ্য সামগ্রী বিপণন ও বাজারজাত করনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান সমূহ রয়েছে। আর তাদের এমন নীরবতায় বিশ্বব্যাপী ওঠেছে সমালোচনার ঝড়। 

এদিকে সিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে শিশু খাদ্য ও ডায়াপার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও চলছে কঠোর সমালোচনা। 

সূত্র: রয়টার্স 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //