কর্পোরেট লিডারদের পেশাগত মানোন্নয়নে আইসিসির প্রশিক্ষণ কর্মসূচী

কানাডার টরন্টোতে ইন্টারন্যাশনাল কনসালটিং কোম্পানি (আইসিসি)’র উদ্যোগে এক্সিকিউটিভ ডেভলোপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) এর আওতায় কর্মীদের পেশাগত দক্ষতা ও উন্নয়নের জন্য সেশন কার্যক্রম শুরু করেছে। 

এ সময় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)’র উপাচার্য প্রফেসর এইচ এম জহিরুল হক পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে সেশনটি পরিচালনা করেন।

অধিবেশনে প্রফেসর হক কর্পোরেট লিডারশিপের আওতায় গুণগত মান বজায় রেখে কাজের অভ্যাস গড়ে তোলা, টাইম ম্যানেজমেন্ট, উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশলসহ গ্রাহক পরিষেবা প্রদানের সময় গুণগতমান কীভাবে বজায় রাখা যায় এসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। 

এ অধিবেশনে কর্পোরেট সেক্টরের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ এন্ট্রি ও মিডলেভেলের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এর আগে আইসিসি প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক কাজী জহির উদ্দিনের উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে অধিবেশন শুরু হয়। অন্যান্যের মধ্যে আইসিসি এক্সিকিউটিভ বোর্ড সদস্য মিনারা বেগম উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //