দাম কমায় গরুর মাংস কিনতে লম্বা লাইন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল দেশের মানুষ। তবে এর মধ্যে ভিন্ন এক চিত্রের দেখা মিলছে গরুর মাংসের দোকানগুলোতে। নিম্ন-মধ্যবিত্তদের বছরেও না খাওয়া গরুর মাংসের দোকানে লেগেছে লম্বা লাইন কারণ ২০০ টাকা কমে  ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। 

আজ শুক্রবার (২৪ নভেম্বর) সরেজমিনে বিভিন্ন দোকার এবং বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

ক্রেতারা বলছেন, সাধারণত ৭৫০ থেকে ৮০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রয় হয়। ধরাছোঁয়ার বাইরে থাকা এই মাংস এখন ৫৫০ থেকে ৬০০ টাকা করে বিক্রয় হওয়ায় তারা কিনতে এনেছেন। 

মালিনাগ হাজীপাড়ার বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, এমনিতে গরুর মাংসের যে দাম, তিনমাসেও কেনা সম্ভব হয় না। গতকাল ফেসবুকে দেখলাম ২০০ টাকা কমে ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে। সকালে আমার স্ত্রী বললো দোকানে নাকি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে মাংস। পাশের বাসার একজন কিনে এনেছে। সেটা শুনে এসেছি। এসে দেখি লম্বা লাইন। প্রায় ৩০-৪৫ মিনিট লাইনে দাঁড়িয়ে দুই কেজি কিনেছি।

খোরশেদ গোস্ত বিপণির এক কসাই বলেন, গত চার দিন ধরে এই দামে মাংস বিক্রি করছি। মানুষ লাইন দিয়ে মাংস কিনছে।

হঠাৎ দাম কমার কারণ জানতে চাইলে তিনি বলেন, মহাজনের ইচ্ছা। তিনি ৬০০ টাকা কেজি ধরে বিক্রি করছেন। কেন বা কতদিন এই অফার চলবে তা জানি না। সবই মহাজনের ইচ্ছার উপর নির্ভর করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //