সর্বোচ্চ কর দিয়ে দেশসেরা ৯ প্রতিষ্ঠান

তিন খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিয়ে ২০২১-২৩ অর্থবছরে জাতীয় পর্যায়ে সেরা হয়েছে ৯টি প্রতিষ্ঠান।

গতকাল মঙ্গলবার (২৭ নভেম্বর) ‘সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত)’ অনুযায়ী জাতীয় পর্যায়ে সেরা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

উৎপাদন খাতে দেশের মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড সবচেয়ে বেশি ভ্যাট দিয়েছে।

ব্যবসা খাতে সর্বোচ্চ ভ্যাট দেওয়ায় সম্মাননা পাচ্ছে ওয়াল্টন প্লাজা, ইউনিমার্ট লিমিটেড ও হ্যামকো করপোরেশন।

বিকাশ লিমিটেড, ব্র্যাক-আড়ং ও নগদ লিমিটেড সেবা ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

একই সঙ্গে ‘সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত)’ অনুযায়ী ২০২১-২২ অর্থবছরের জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী ১৩৮টি প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করেছেন এনবিআর। এক্ষেত্রেও উৎপাদন, ব্যবসা ও সেবা- এ তিন ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //