সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন

বিশিষ্ট শিল্পপতি ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। আজ সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

সিটি গ্রুপের মালিকানাধীন সময় টেলিভিশন তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ফজলুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। 

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বাদ আসর গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭২ সালে সরিষার তেল উৎপাদনের উদ্যোগ নেওয়ার মাধ্যমে সিটি গ্রুপের কার্যক্রম শুরু হয়। ৯০ দশকের গোড়ার দিকে আরও প্রকল্প এবং উদ্যোগ হাতে নেয় সিটি গ্রুপ। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করছে ফজলুর রহমানের সিটি গ্রুপ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //