ভরা মৌসুমেও আলু আমদানি

ভরা মৌসুমেও আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারতের আলু আমদানি শুরু হয়।

বন্দর কর্মকর্তারা জানান, আজ শনিবার বিকেল ৩টার দিকে হিলি স্থলবন্দর দিয়ে ২৫ মেট্রিক টন আলু বোঝাই একটি ভারতীয় ট্রাক বাংলাদেশে আসে। আজ এ বন্দর দিয়ে প্রায় ১০০ মেট্রিক টন আলু আমদানির কথা আছে।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আহমেদ কবির জানান, শনিবার পর্যন্ত তিনটি ভারতীয় ট্রাকে আরও ৭৫ মেট্রিক টন আলু আসবে। আমদানিতে সব খরচসহ প্রতি কেজিতে খরচ হয়েছে ২০ টাকা। মেসার্স মুক্তা এন্টারপ্রাইজ আলু আমদানি করেছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ দূষণ নিয়ন্ত্রণ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ৩৪ হাজার মেট্রিক টন আলু আমদানির জন্য সরকার ৪৯ আমদানিকারককে অনুমতি দিয়েছে।

দাম বেড়ে যাওয়ায় গত বছরের ২ নভেম্বর হিলি স্থলবন্দরসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়। তবে গত বছরের ১৫ ডিসেম্বর আমদানি বন্ধ হয়ে যায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //