আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম

একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত; সবমিলিয়ে বিশ্বব্যাপী সরবরাহ চেইনে উদ্বেগ বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। গত সপ্তাহে ইউরোপ এবং আমেরিকার তেলের বাজারে তার আগের সপ্তাহের তুলনায় ১ শতাংশ কমেছিল দাম। চলতি সপ্তাহে চিত্র পাল্টে বাড়ল সেই তেলের মূল্য।

সোমবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার ব্রেন্ট ক্রুডের দাম ২৪ সেন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি কেনাবেচা হয়েছে ৮৫ ডলার ৬৭ সেন্টে।

অন্যদিকে মার্কিন বাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৫ সেন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেল কেনাবেচা হয়েছে ৮০ ডলার ৮৮ সেন্টে।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ঘিরে অনিশ্চয়তার পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বৃদ্ধি পেয়েছে। ফলে ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

রাজধানী কিয়েভকে লক্ষ্য করে মস্কো ৫৭টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। তবে এর আগে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা চালায় ইউক্রেন। ওই হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে মস্কো।

আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এএনজেড রিসার্চের বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার জ্বালানি তেল শোধনাগারগুলোতে হামলার বিষয়টি আন্তর্জাতিক বাজারের ওপর চাপ বাড়িয়েছে। ফলে অপরিশোধিত জ্বালানি তেলের কার্গোর চাহিদা বেড়েছে। কিয়েভের হামলার কারণে রাশিয়ার মোট জ্বালানি তেল প্রক্রিয়াকরণ ক্ষমতার প্রায় ১২ শতাংশ প্রভাবিত হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে লোহিত সাগর দিয়ে জ্বালানির বাণিজ্যপ্রবাহ কয়েকমাস ধরেই ব্যাহত হচ্ছে। যার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //