সোনার দামে রেকর্ডের পর রেকর্ড

আন্তর্জাতিক বাজারে একের পর এক রেকর্ড গড়ে চলেছে স্বর্ণ। আজ সোমবার (১ এপ্রিল) আরেক নজির স্থাপন করেছে ধাতুটি। এদিন প্রতি আউন্সের দাম উঠেছে ২২৬৫ ডলারে। বিশ্ব ইতিহাসে যা সর্বোচ্চ। খবর সিএনবিসির

প্রতিবেদনে বলা হয়, আগামী মে অথবা জুনে সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এ প্রত্যাশায় নিরাপদ আশ্রয় সম্পদ হিসেবে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আবেদন বেড়েছে। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।

আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ। আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ২২৬৫ ডলার ৫৩ সেন্টে। বিশ্ব ইতিহাসে তা সবচেয়ে বেশি। অর্থাৎ এর আগে কখনো এতো দাম দেখেননি বিশ্ববাসী। দিনের শুরুতে যা ছিল ২২৬০ ডলার।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) বাজার বিশ্লেষক জোসেফ কাভাটনি বলেন, আমি মনে করি, স্বর্ণের জন্য এখন সত্যিকার অর্থেই রোমাঞ্চকর সময়। নেপথ্য কারণ ফেডের সুদহার হ্রাসের জোরাল সম্ভাবনা। ব্যবসায়ীরা শক্তভাবে ধারণা করছেন, এবার সুদের হার কমাবেই ফেড।

তিনি বলেন, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক ঝুঁকি বিদ্যমান। প্রতিটি দেশে মূল্যস্ফীতি চড়া রয়েছে। সেই সঙ্গে মার্কিন ডলারের মান কমেছে। ফলে রিজার্ভে বৈচিত্র্য আনার তৎপরতা চালাচ্ছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। ফলে স্বর্ণ কেনা বাড়িয়েছে তারা। আর এটিই হচ্ছে গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য বৃদ্ধির মুখ্য কারণ। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //