শ্রম সংস্কার কমিশনের সাথে আউটসোর্সিং শ্রমিকদের মতবিনিময় সভা

শ্রম ভবনে শ্রম সংস্কার কমিশনের সাথে আউটসোর্সিং শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ সভায় দেশের ৬৬টি সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের প্রায় ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদের সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন ড. জাকির হোসেন, রাজেকুজ্জামান রতন, সাকিল আখতার চৌধুরী, তাসলিমা আখতারসহ প্রমুখ। 

সভায় সংগঠনের প্রতিনিধিরা তাদের কর্মঘণ্টার বৈষম্য, বেতন বৈষম্য, মাতৃত্বকালীন ছুটি, বোনাস এবং ইঙ্ক্রিমেন্টের ক্ষেত্রে বৈষম্য, প্রতিনিয়ত চাকরিচ্যুতসহ বিভিন্ন দুর্দশার কথা উল্লেখ করেন। 

করোনাকালীন সময়ে তাদের জীবন বাজি রেখে পরিশ্রম করলেও তারা ঠিকমতো পাননি সম্মানি, না কোনো সম্মানা। তাদের নেই কোনো বেতনের নিশ্চয়তা, নেই জীবনে কোনো স্বাচ্ছন্দ। তাদের বিপর্যস্ত জীবনে তারা পান না কোনো সহায়তা। 

আউটসোর্সিং প্রথা ও ঠিকাদারি প্রথা বাতিল, কর্মচারীদের স্থায়ী নিয়োগ এবং ছুটির বিধান বাস্তবায়নের দাবিতে শ্রমিকরা তাদের লিখিত সুপারিশ কমিশনের কাছে জমা দেন।

সভায় আউটসোর্সিং শ্রমিকদের উদ্দেশ্যে কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, আজ তারা এখানে না আসলে তাদের এতো দুরাবস্থা, বৈষম্যের কথা জানতে পারতেন না। 

তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করবো যাতে রিপোর্টে আমরা সকলের সুপারিশের প্রতিফলন ঘটাতে পারি। একজন সরকারি অধিদপ্তরে চাকরি করেও মাতৃত্বকালীন ছুটি পায় না, বিয়ে ভেঙে যায়, এর চেয়ে বেশি বৈষম্য আর হতে পারে না। অনিশ্চয়তার মধ্য দিয়ে মানুষ পেশাগত জীবনযাপন  করছে, যা শ্রম আইন লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন। আমরা সুপারিশ করবো, সেই সুপারিশ নিয়ে এগিয়ে যাবো।

পাশাপাশি, আজ দুপুর দেড়টায় শ্রম ভবনে শ্রম সংস্কার কমিশন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)-এর মধ্যে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ছিল দেশে কর্মপরিবেশের উন্নয়ন এবং শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা।

সভায় শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শ্রম সংস্কার কমিশন কাজ করে যাচ্ছে। ‘সবার জন্য নিরাপদ কাজ’ নিশ্চিত করতে ডাইফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ডাইফের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন বলেন, শ্রমখাত উন্নয়নে মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দপূর্ণ সমন্বয় সাধন অত্যন্ত জরুরি। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় শ্রম আইন ও বিধিমালার কার্যকর বাস্তবায়ন অপরিহার্য।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh