দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ফার্মাসিউটিক্যালস বাদে সব কোম্পানির তত্ত্বাবধানে নতুন তত্ত্বাবধায়ক বা ‘রিসিভার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খসরু পারভেজ।
মঙ্গলবার তাকে এ দায়িত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
তিনি বলেন, রুটিন মোতাবেক খসরু পারভেজকে বেক্সিমকো গ্রুপের রিসিভার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১০ নভেম্বর এ দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রুহুল আমিন। বেক্সিমকোর বিভিন্ন কোম্পানির সুষ্ঠু ব্যবস্থাপনায় এর আগে রিসিভার বসানোর আদেশ দিয়েছিল হাইকোর্ট।
উল্লেখ্য, গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোতে অস্থিরতা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান। তিনি বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বেক্সিমকো খসরু পারভেজ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh