বেতন-বোনাস দিতে ৭ হাজার কোটি চাইছে বিকেএমইএ

ঈদের আগে সরকারের কাছে শ্রমিকদের বেতন বোনাস দিতে ৭ হাজার কোটি টাকা রপ্তানি ভর্তুকি ছাড়ের আবেদন করেছে পোশাক ও বস্ত্র খাতের মালিকদের সংগঠন বিকেএমইএ।

মঙ্গলবার (৪ মার্চ) অর্থসচিবকে লেখা এক চিঠিতে অর্থছাড়ের আবেদন করেছেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

চিঠিতে বলা হয়েছে, “ঈদুল ফিতরের আগে ১৫ রমজানের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের (মার্চ ২০২৫ পর্যন্ত) বস্ত্র খাতসহ অন্যান্য খাতের রপ্তানি ভর্তুকি বাবদ সাত হাজার কোটি টাকা দেওয়ার আবেদন করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।”

গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর পোশাক খাতে অস্থিরতা দেখা দিয়েছে। বেশ কিছু কারখানা বন্ধও হয়ে গেছে।

দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে শিল্পপ্রতিষ্ঠানগুলো কঠিন সময় পার করছে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, “দেশের রপ্তানিশিল্পের ওপর ক্রেতাদের আস্থা ধরে রাখতে তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা অনেক ক্ষেত্রেই মূল উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে কার্যাদেশ নিতে বাধ্য হয়েছিলেন। এই পরিস্থিতিতে কার্যাদেশ বাড়লেও বিভিন্ন কারখানায় নগদ অর্থের সংকট আছে।”

বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ করতে না পারলে আবার শ্রম অসন্তোষ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

বিকেএমএ আশঙ্কা করছে ‘স্বার্থান্বেষী গোষ্ঠী পরিস্থিতি অস্থিতিশীল’ করার সুযোগ পাবে। এই বাস্তবতায় বিকেএমইএ ১৫ রমজানের মধ্যে রপ্তানি ভর্তুকির সাত হাজার কোটি টাকা ছাড়ের আবেদন করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh