কর প্রদান ব্যবস্থাকে সহজ করতে ও করজাল বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে নতুনভাবে ‘অঞ্চল নির্ধারণ’ কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
যে সকল করদাতার করযোগ্য আয় এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে অথচ আয়কর রিটার্ন দাখিল করছে না, এনবিআর তাদের ব্যবসাস্থলে উপস্থিত হয়ে সরাসরি সেবাপ্রদান করে সহজে রিটার্ন গ্রহণ করার জন্য ‘অঞ্চল নির্ধারণ’ পদক্ষেপ নিয়েছে।
এই কার্যক্রম নতুন করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে আয়কর প্রদান করতে উৎসাহিত করবে বলে মনে করছে সরকারি এই প্রতিষ্ঠানটি।
ইতোমধ্যে দেশের বিভিন্ন কর অঞ্চল এই কার্যক্রম শুরু করেছে যা ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ জনগণের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি এবং কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এনবিআর জানায়, বর্তমানে কর অঞ্চলসমূহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয়ভাবে অঞ্চল নির্ধারণ পরিচালনা নতুন করে শুরু করেছে। কর কমিশনাররা এই কার্যক্রম তদারকি করছে এবং নির্ধারিত স্থানে ক্যাম্প স্থাপন করে, ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ করদাতাদের সরাসরি অনলাইনে রিটার্ন পূরণে সহায়তা প্রদান করে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা নিচ্ছে।
একইসাথে, এই কার্যক্রমে করদাতারা প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে আয়কর সংক্রান্ত জটিলতা নিরসনের সুযোগ পাচ্ছে।
চলমান ‘অঞ্চল নির্ধারণ’ কার্যক্রম সফল করতে দেশের সকল ব্যবসায়ী সংগঠন, চেম্বার অব কমার্স, ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তি এবং করদাতাদের সমর্থন ও সহযোগীতা করতে আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh