করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স উন্মোচন করলো যশোর বিশ্ববিদ্যালয়

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে তিনটি করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জীবনরহস্য বা জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গবেষকরা। এরই মধ্যে জিনোম সিকুয়েন্সগুলো বিশ্বখ্যাত জিনোম ডাটাবেস সার্ভার জিআইএসএআইডি-তে জমা দেওয়া হয়েছে। 

বুধবার (২৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব একাডেমিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন জিনোম সিকোয়েন্স আবিষ্কার করতে সক্ষম হয়েছে দাবি করে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গবেষণা কাজে নমুনা সংগ্রহ, ভাইরাস শনাক্ত, নিউক্লিক অ্যাসিড পৃথকীকরণ থেকে শুরু করে জিনোম সিকোয়েন্স পর্যন্ত সব কাজই করেছেন যবিপ্রবির গবেষকরা। 

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনটি করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স উন্মোচনের কথা জানায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

যবিপ্রবি জানিয়েছে, নড়াইল, ঝিনাইদহ ও বাগেরহাটে সংক্রমণ সৃষ্টিকারী ভাইরাস থেকে এই জিনোম সিকোয়েন্সগুলো করা হয়েছে। যার মাধ্যমে এই অঞ্চলে সংক্রমিত ভাইরাসের গতি-প্রকৃতি, সেগুলো কোথা থেকে ছড়ালো ইত্যাদি বিষয়ে ধারণা পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘‘এই জিনোম সম্পর্কিত বিশ্লেষণ আমাদের গবেষকরা করছেন এবং এ অঞ্চলের ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা প্রবন্ধ শিগগিরই আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য পাঠানো হবে। ভবিষ্যতে এই ল্যাবে মেটাজেনোম করার মাধ্যমে রোগীদের সংক্রমণের তীব্রতার কারণ জানা যাবে।’’

তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি অত্যাধুনিক অ্যানিমেল হাউস ও গ্রিন হাউস তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে বিএসএল-৩ ল্যাবরেটরি স্থাপন করে দূরারোগ্য ব্যাধি প্রতিরোধে ভ্যাকসিন তৈরিসহ আরো উচ্চমানের গবেষণা করতে তার গবেষক দল প্রস্তুত।

সাংবাদিকদের প্রশ্নে উপাচার্য বলেন,  তার প্রতিষ্ঠানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আট জেলার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ঢাকা বিভাগের কয়েকটি জেলাও বিশ্বমানের এই ল্যাবে নমুনা পাঠাতে চাইছে। এখানকার গবেষক, শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা পালাক্রমে ২৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নমুনা পরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে সন্দেহভাজন করোনাভাইরাস রোগীদের নমুনা পরীক্ষার অনুমোদন পেয়েছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বুধবার পর্যন্ত এই ল্যাবে ৫ হাজার ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পজেটিভ এসেছে ৮০৬টি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যবিপ্রবি ল্যাবে চলমান পরীক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত ড. ইকবাল কবীর জাহিদ, ড. সেলিনা আক্তার, ড. শিরিন নিগার, ড. তানভীর আহমেদ, কিবরিয়া ইসলাম প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //