ভিসি নিয়োগে বশেমুরবিপ্রবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছে কর্মচারি সমিতি। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে কর্মবিরতি দিয়ে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়েছেন তারা।

এ সময় কর্মচারি সমিতির সভাপতি তরিকুল ইসলাম, সহ-সভাপতি মো. সাগর হোসেন পলু, সাধারণ সম্পাদক বিএম আশিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান ইসলাম, মো. মামুন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেনসহ আরো অনেকে বক্তব্য দেন। 

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, দীর্ঘ ১১ মাস ধরে ভারপ্রাপ্ত ভিসি বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। এর ফলে কর্মচারিদের পদোন্নতি নীতিমালা সংশোধন, বেতন স্কেল অনুযায়ী ওভারটাইম নীতিমালা প্রণয়ন, কর্মচারিদের কোয়াটার শতভাগ বরাদ্দ নিশ্চিত করণ, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারিদের বকেয়া বেতন পরিশোধ এবং কর্মচারিদের সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। 

স্থায়ী ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বক্তারা।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //