বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) চাকুরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছে মজুরিভিত্তিক কর্মচারীরা। 

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। নতুন উপাচার্য ড. এ কিউ এম মাহবুবের দায়িত্ব গ্রহণের পর গত সোমবার থেকে শুরু হওয়া আন্দোলন কর্মসূচি আজ দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। 

আন্দোলনকারী কর্মচারীদের প্রতিনিধি শেখ নাহিদুর রহমান (৩৩) জানান, আমরা বারবার ভারপ্রাপ্ত উপাচার্য (ড. শাহজান) স্যারকে বলেছি, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাই তিনি বলেছেন যে- এ বিষয়ে তিনি কোনো দায়িত্ব নিতে পারবেন না। তিনি ইচ্ছাকৃতভাবেই আমাদের দায়িত্ব কেনো নেননি সেটা বোধগম্য নয়। আশাকরি নতুন উপাচার্য মাহবুব স্যারের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব জানান, আমিতো কেবলমাত্র জয়েন করলাম। জানি এটা একটা সংকট। এদের কিভাবে চাকরি দিয়েছে,  তার কোন রেকর্ড নাই। তবে আমরা আগামীকাল এ বিষয়টি নিয়ে বসবো। কারা কি কাজ করতো, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে কি হয়েছে ইত্যাদি জানবো। তারপর আমরা দেখবো, কিভাবে কি করা যায়।

প্রসঙ্গত, গতবছরের আগস্ট-সেপ্টেম্বর থেকে মজুরিভিত্তিক কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছে না। বেতন-ভাতা পরিশোধসহ মোট তিন দফা দাবি নিয়ে তারা ২০১৯ সালের নভেম্বর হতে নানা আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //