এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) জুম ভার্চুয়াল প্লাটফর্মে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবিএইউবির বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ এবং সম্মিলিতভাবে জাতীয়সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয়  প্রধান ড. মোস্তফা মাহমুদ হাসান।
 
ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমুল্লাহ, প্রফেসর ড. সিদ্ধার্থ এস. সাহা, ড. প্রণাম ধর, ড. সন্দীপ পোদ্দার, এ্যাসোসিয়েট প্রফেসর ড. গাসওয়ারনি আনোয়ার।

প্রধান অতিথি বলেন, আমি ব্যাংকের এমডি হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিষ্ঠালগ্ন থেকে সংযুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি উত্তরের জনপদ এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠার অনুমতি দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে যোগ্যতা, অভিজ্ঞতা, সততা ও সাহসিকতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে বলে তাঁর জীবনের সাফল্যের উদাহরণ তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শারীরিক দূরত্বের এই সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা উন্নয়নে নিজেদেরকে আরো সম্পৃক্ত করার জন্য নির্দেশ প্রদান করেন।

এতে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (অ.দা) ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহরিয়ার কবীর, রেজিস্ট্রার (অ.দা) ও কৃষি অনুষদের ডীন ড. মো. দেলোয়ার হোসেন, পরিচালক (পিআরডি) ড. মো. সোহেল আল বেরুনী, পরিচালক (পিএন্ড ডি) মো. মকবুল হোসেন, পরিচালক (আইকিউএসি) ও ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগি অধ্যাপক ড. মো. শামীমুল হাসান, কৃষি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. আশরাফুল আরিফ, আইন বিভাগের বিভাগীয় প্রধান এস.এম. শহীদুল ইসলাম প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //