চবির ভর্তি পরীক্ষা আগের নিয়মেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার পদ্ধতি হচ্ছে না। এ বছর ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা সরাসরি ও আগের নিয়মে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন।

মনিরুল ইসলাম জানান, চবির ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সশরীরে অংশগ্রহণ করতে হবে। আর আগের মত ১০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ প্রশ্নপত্রে।

তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসির ফলাফল বিবেচনা করা হবে কিনা এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এইচএসসির ফলাফল প্রকাশের পর ভর্তি পরীক্ষা কমিটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //