৩ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

করোনাকালে সেশনজটহীন মেডিকেল শিক্ষাবর্ষসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে সাধারণ মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। 

আজ রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

তাদের তিন দফা দাবি হলো- করোনা মহামারিতে প্রফের বিকল্প দিতে হবে; অনতিবিলম্বে সেশনজট দূর করতে পরবর্তী ধাপের অনলাইন ক্লাস শুরু করতে হবে এবং পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করতে হবে।

অবরোধের কারণে পল্টন থেকে কাঁটাবন ও শাহবাগ থেকে বাংলামোটর অভিমুখী মূল সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ আছে। তৈরি হয়েছে যানজট। 

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে সাধারণ মেডিকেল এবং ডেন্টালের প্রায় চার শ শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান নেন। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।

শাহবাগ মোড়ে অবস্থানে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেলের এক শিক্ষার্থী বলেছেন, আমরা সেশনজটে পড়ে যাচ্ছি। করোনার মধ্যে আমরা পরীক্ষায় বসতে চাই না। তাই এবার বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাইছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //