ঢাবির সহকারী রেজিস্ট্রারের তদন্ত প্রতিবেদন জমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমীন জাহানের বিরুদ্ধে নকল মাস্ক সরবরাহের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ প্রতিবেদন গ্রহণ করা হয়। এন-৯৫ নকল মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেফতার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শারমিন জাহানকে। আদালতে প্রক্রিয়াধীন তার বিষয়টি মীমাংসা হওয়ার পর তার শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট।

সিন্ডিকেট সভায় উপস্থিত থাকা কয়েকজন সদস্য জানায়, নকল মাস্ক সরবাহের অভিযোগে শারমিন জাহানকে সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আদালতে নির্দোষ প্রমাণিত হলে তারপর কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, এটা আদালতের তদন্তাধীন বিষয়। আদালতের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত নেয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে ‘এন৯৫’ মাস্কের পরিবর্তে নকল ও ত্রুটিপূর্ণ মাস্ক সরবরাহের অভিযোগে  গত ২৪ জুলাই রাত সাড়ে ১০টায় তাকে শাহবাগ এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //